যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে রনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, একজন মুন্নাকে বন্দী করে আন্দোলন থামানো যাবে না। এখন ঘরে-ঘরে মুন্নারা প্রতিবাদের ঝড় তুলবে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষায় রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। অবিলম্বে নেতাদের মুক্তি দিতে হবে। কর্মসূচিতে জেলা যুবদল, বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        