‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এতে ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপকূলীয় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন