১২ মার্চ, ২০২৩ ১৩:১৯

পবিপ্রবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন শ্রমিক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সফিকুল ইসলাম (৪০)। আহতদের মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, পবিপ্রবির খামারবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে ইলেকট্রিক লাইন টানার জন্য ওই শ্রমিকরা কাজ করছিলেন। অসতর্কতা বসত ভবন সংলগ্ন ১১০০০ ভোল্টেজের লাইনের ওপর রড স্পর্শ করায় পুরো ভবনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ইলেকট্রিক মিস্ত্রি সফিকুল ইসলাম নিহত ও মনির হোসেন, ইমরানসহ অপর তিন শ্রমিক গুরুতর আহত হন। 

আহতদের মুমূর্ষু অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, উপজেলা হাসপাতালের পর দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।

পবিপ্রবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এ.টি.এম নাসির উদ্দিন বলেন, আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটির আরও বেশি সচেতন ও সতর্ক থেকে কাজ করা উচিত ছিল। এ ধরনের ঘটনা কাম্য নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর