মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরস্থ লিচুতলার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত প্রধান অতিথি হলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য আব্দুল্লা আল মামুন।
এ সময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান, মাকহাটী জিসি গুরুচরন উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের বন্ধুরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অলি আহম্মেদ, সাথী আক্তার শিক্ষক, বদিউজ্জামান বদু, সানাউল্লাহ, মাসুম দেওয়ান, ইমরান হোসেন, আবু দাউদ মানিক, মাকসুদসহ অন্যরা।সম্মাননা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো: মতিন দেওয়ান আমরা ৯৪ ব্যাচের প্রধান সমন্বয়কারী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মো: শওকত উল্লাহ।
বিডি প্রতিদিন/এএ