১৬ মার্চ, ২০২৩ ১০:৪৭

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরস্থ লিচুতলার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত প্রধান অতিথি হলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য আব্দুল্লা আল মামুন। 

 এ সময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান, মাকহাটী জিসি গুরুচরন উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের বন্ধুরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অলি আহম্মেদ, সাথী আক্তার শিক্ষক, বদিউজ্জামান বদু, সানাউল্লাহ, মাসুম দেওয়ান, ইমরান হোসেন, আবু দাউদ মানিক, মাকসুদসহ অন্যরা।

সম্মাননা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো: মতিন  দেওয়ান আমরা ৯৪ ব্যাচের প্রধান সমন্বয়কারী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মো: শওকত উল্লাহ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর