২১ মার্চ, ২০২৩ ২১:৩২

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা প্রতিপক্ষ রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে।

গুলিতে রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করে যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর