২২ মার্চ, ২০২৩ ১৭:৩১

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

দুর্ঘটনাকবলিত সিএনজি

বগুড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. লিটন মিয়া। ৪০ বছর বয়সী লিটন কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আবদুস সামাদের ছেলে। তিনি সিএনজি চালক ছিলেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, বুধবার সকালে একটি ট্রাক দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে সিএনজি চালক লিটন মারা যান। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর