কুমিল্লার দাউদকান্দিতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আসাদুজ্জামান।
মঙ্গলবার গভীর রাতে ভূলিরপাড় এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম সুলতানা (২৮)। তার স্বামী প্রবাসী। তার দুই পুত্র সন্তানের রয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার গভীর রাতে ভূলিরপাড় এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে মারিয়া সুলতানা নামে এক নারীর ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই