২৩ মার্চ, ২০২৩ ২০:৩৮

রমজানের পবিত্রতা রক্ষায় বগুড়ায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

রমজানের পবিত্রতা রক্ষায় বগুড়ায় লিফলেট বিতরণ

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বগুড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম লিফলেট বিতরণ করেন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন থেকে এই লিফলেট বিতরণকালে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লিফলেটে বলা হয়েছে, খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকুন, খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রয় করবেন না, অবৈধ মজুদ করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করবেন না, পঁচা-বাসি, মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের খাবার বিক্রি করবে না, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করুন, ইফতারসহ সকল প্রকার খাবারে রং মেশানো থেকে বিরত থাকুন। ফুটপাতে বা যত্রতত্র ভাসমান খাবার দোকান না বসিয়ে জেলা প্রশাসনের রমজান উপলেক্ষে অস্থায়ীভাবে নির্ধারিত জায়গায় অস্থায়ী দোকান স্থাপন করে ব্যবসা পরিচালনা করুন। 
রমজানের পবিত্রতা ভঙ্গ করলে, যত্রতত্র যানজট সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর