২৫ মার্চ, ২০২৩ ১৩:৪৯

ঝিনাইদহে ৭টি স্বর্ণের বারসহ আটক এক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঝিনাইদহে ৭টি স্বর্ণের বারসহ আটক এক

ঝিনাইদহ মহেশপুরের ৫৮ বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করেছে। আজ শনিবার সকাল ৮টায় জীবননগর উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে একজনকে আটক করে তার কাছ থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

আটক জুয়েল হোসেন (৩৯) চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। চুয়াডাঙ্গা ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, জীবননগরের নতুনপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে আটক করে। তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন ৭১ ভরি চার রতি। দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।

তিনি আরো জানান, সোনা জুয়েল হোসেন শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় আটক করা জুয়েল হোসেনকে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ এবং জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর