শিরোনাম
২৭ মার্চ, ২০২৩ ১৭:০৪

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে ৩৯০/২-৪নং পিলারের নিকট এ ঘটনা ঘটে। 

মৃত প্রতিবন্ধি রশিদুল ইসলাম(১৯) চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে। নিহতের কানে হেডফোন ছিল।

স্থানীয়রা জানায়, সকাল সোয়া ৮টার দিকে রশিদুল কানে হেডফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনতে শুনতে বাড়ি হতে বের হয়ে পায়ে হেটে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেনের হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান মুকুল জানান, নিহতদের পুরো পরিবারই মানসিক প্রতিবন্ধী। সকলেই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। নিহত রশিদুল ইসলামও একজন মানসিক প্রতিবন্ধী। তবে সে কানে শুনতে পেত। 

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহালের পর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর