২৮ মার্চ, ২০২৩ ১৫:৪০

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকায়  সোমবার দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালত পৃথক দুইটি অভিযান চালিয়ে বনবিভাগের জমিতে অবৈধ একটি বাড়ী ও একটি মার্কেট গুড়িয়ে দিয়েছেন। উপজেলার বিশ্বাসপাড়ার এলাকায় ওসমান আলী নামের এক ব্যক্তি বনের জমিতে আধা পাকা একটি বাড়ি ও মাসুমা বেগম নামের আরেক নারী একটি মার্কেন নির্মাণ করেন। বনের জমিতে অবৈধভাবে স্থাপনায় চন্দ্রা বিট কর্মকর্তাগণ বাধা দিলেও তা তারা না মেনে অবৈধ নির্মাণ করে।

এই ঘটনায়  অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ, মৌচাক বিট কর্মকর্তা শহিদুল আলম, পুলিশ সদস্য ও বন প্রহরীরা।
রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সরকারি বন বিভাগের জমিতে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলেই তা উচ্ছেদ করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর