স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলা মিলনায়তনে ভোলা সদর উপজেলার বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন. উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, ২০২২ সালে ডিজিটাল জনশুমারিতে ব্যবহৃত ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতা ভোলা জেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে। এর আগে ২৬ মার্চ ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে ট্যাব দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল