৩ এপ্রিল, ২০২৩ ১৬:২০

অবশেষে মৃত্যুর কাছে হার মানল শিশু স্বপন

হবিগঞ্জ প্রতিনিধি

অবশেষে মৃত্যুর কাছে হার মানল শিশু স্বপন

হবিগঞ্জের চুনারুঘাটে গলাকাটা অবস্থায় ১০ বছরের শিশু স্বপন মিয়ার দেহ উদ্ধারের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানল সে। টানা সাতদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্বপন।

নিহত শিশু স্বপন মিয়া চুনারুঘাট পৌর এলাকার পাকুরিয়া গ্রামের কবির মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক।

তিনি জানান, গত ২৭ মার্চ সকালে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের জঙ্গলে স্বপনকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই দিনই স্বপনের গলা কেটে দেয়ার অভিযোগে শান্ত মিয়া নামে এক কিশোরকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় শিশুটির নানা নূর আলী চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে শান্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ওসি বলেন, এ মামলার একমাত্র আসামি কিশোর শান্ত মিয়া। পাওনা টাকা ও পারিবারিক মনোমালিন্যের জেরে স্বপনের গলা কেটে দেয় বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিডি প্রিতিদিন/এমআই

সর্বশেষ খবর