৪ এপ্রিল, ২০২৩ ২০:৪৭

চাঁদপুরে ৮ হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে ৮ হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুরে কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার কেজি জাটকা জব্দ করেছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর ও বোর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি ইঞ্জিন চালিত বোট তল্লাশি করে আনুমানিক ৮,০০০ কেজি (২০০ মণ) জাটকা জব্দ করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ৩৪টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর