ভাঙ্গায় গাড়িচাপায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বুধবার দুপুর পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায় নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর হোসেন বলেন, বৃদ্ধকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম