শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কিশোরকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
লালমনিরহাট প্রতিনিধি
অনলাইন ভার্সন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সোহান (১৫) নামের এক কিশোরের হাটুর নিচে বাঁশ ও রশি দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সামছুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলার রসূল বিষয়টি নিশ্চিত বলেন, বুধবার ভোরে তাকে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সামছুল হক ভোটমারী ইউনিয়নের ৯ নং জামিরবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য।
এর আগে মঙ্গলবার দুপুরে ওই কিশোরের মামা আনিছার রহমান (৪৫) নির্যাতনকারীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। নির্যাতনের শিকার ওই কিশোর উপজেলার ভোটমারীর উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার দুপুরে কিশোর সোহান রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিল এমন সময় তার পায়ে কি যেন লেগে সে আঘাত পায়। পরে সে দেখতে পায় একটি টিউবয়েলের সকেট। সেই সকেটটি নিয়ে চলে যাওয়ার সময় তাকে চোর মনে করে মারধর শুরু করে এলাকার লোকজন। পরে তাকে একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে প্লাস দিয়ে চামরা টেনে নির্যাতন করা হয়। পরে হাটুর নিচে বাঁশ দিয়ে ও রশি দিয়ে বেঁধে বিকেল পর্যন্ত মাছের প্রজেক্টে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে। অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই কিশোর ঘটনাস্থলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে মাঠে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর