শিরোনাম
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
কিশোরকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
লালমনিরহাট প্রতিনিধি
অনলাইন ভার্সন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সোহান (১৫) নামের এক কিশোরের হাটুর নিচে বাঁশ ও রশি দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সামছুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলার রসূল বিষয়টি নিশ্চিত বলেন, বুধবার ভোরে তাকে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সামছুল হক ভোটমারী ইউনিয়নের ৯ নং জামিরবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য।
এর আগে মঙ্গলবার দুপুরে ওই কিশোরের মামা আনিছার রহমান (৪৫) নির্যাতনকারীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। নির্যাতনের শিকার ওই কিশোর উপজেলার ভোটমারীর উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার দুপুরে কিশোর সোহান রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিল এমন সময় তার পায়ে কি যেন লেগে সে আঘাত পায়। পরে সে দেখতে পায় একটি টিউবয়েলের সকেট। সেই সকেটটি নিয়ে চলে যাওয়ার সময় তাকে চোর মনে করে মারধর শুরু করে এলাকার লোকজন। পরে তাকে একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে প্লাস দিয়ে চামরা টেনে নির্যাতন করা হয়। পরে হাটুর নিচে বাঁশ দিয়ে ও রশি দিয়ে বেঁধে বিকেল পর্যন্ত মাছের প্রজেক্টে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে। অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই কিশোর ঘটনাস্থলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে মাঠে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর