পাবনায় পালিত হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে মহানায়িকার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদেনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
পরে, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, সংস্কৃতিকর্মী ডা. রামদুলাল ভৌমিকসহ বিশিষ্টজনেরা।
সুচিত্রা সেনকে স্মরণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুচিত্রা সেনের চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার হেমসাগর লেনে জন্ম নেন কালজয়ী মহানায়িকা সুচিত্রা সেন। এখানেই কাটে তার শৈশব কৈশোর। ১৯৪৭ সালে দেশ বিভাগের কিছু আগে স্বপরিবারে ভারতে চলে যান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন