শিরোনাম
৬ এপ্রিল, ২০২৩ ১৬:২৮

বরগুনায় ক্রীড়া দিবস উদযাপন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ক্রীড়া দিবস উদযাপন

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার উন্নয়ন দর্শন’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ক্রীড়া ভবন থেকে র‌্যালি শেষ হয়ে ক্রীড়া ভবন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দিন মকবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার ট্রেজারার জসিম উদ্দীন সাগর, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার খলিলুর রহমান কিরণ, নির্বাহী কমিটির সদস্য মো. রুমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা ও উপজেলাপর্যায়ে খেলোয়াড় তৈরিতে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে উপকূলীয় জেলা বরগুনায় একটি ক্রীড়া প্রশিক্ষণ একাডেমি করে সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর