বগুড়ায় যাত্রী সেজে বাসে ১৯ লাখ টাকার হেরোইন নিয়ে যাবার পথে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. রাসেল ইসলাম (২৫) রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান রাজশাহী থেকে বাসে যাত্রীসেজে একজন হেরোইন নিয়ে রংপুর যাচ্ছিলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের গোকুল এলাকায় চেকপোস্ট বসায় র্যাবের আভিযানিক দল। ওই তথ্য অনুযায়ী পরিবহন থেকে রাসেল নামের এই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রংপুরে হেরোইন পাচারের বিষয় স্বীকার করেন আটক যুবক। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম