ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিলা ওরফে বৃষ্টি নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ধামরাইয়ের ঢুলিভিটায় একটি কারখানায় ঘটনাটি ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিহত শিলা (২১) রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকার বাচ্চু শেখের মেয়ে। কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে সুষ্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, শিলা প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে যান। সেখানে একটি ছেলের সাথে কথা বলার পর কারখানার ছয় তলা ভবনের ছাদে গিয়ে লাফ দেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকরা জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে ছয়তলার ছাদের ফটক বন্ধ করা হয়নি। এমনকি সেখানে কোন নিরাপত্তার কর্মীও ছিল না ফলে ছয় তলায় গিয়ে আত্মহত্যা করার সুযোগ থাকায় সেখানে গিয়ে লাফ দেন শিলা।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে একটি ছেলের সাথে কথার বলার পর নারী শ্রমিক ছয় তলায় গিয়ে লাফ দেয়। এতে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এএম