অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি ও লোকাল জুতায় ব্র্যান্ডের নাম ব্যবহার করায় ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে শহরের ফরিদুল হুদা রোড়ে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান। অভিযানে এলিগ্যান্স ফুটওয়্যারকে চার হাজার টাকা, ফুট প্রিন্টকে চার হাজার ও গোল্ডেন মাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরচিালক মেহেদী হাসান জানান, এই তিন দোকানে অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের গায়ে অতিরিক্ত মূল্য বসিয়ে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া ফুট প্রিন্ট নামে একটি দোকানে ব্র্যান্ডের নাম ব্যবহার করে লোকাল মাল বিক্রি করছিল। ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল