ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২২- ২৩ ফাইনাল খেলায় চরনোয়াবাদ মুসলিম হাই স্কুলকে ৫৬ রানে হারিয়ে টাউন কমিটি বাংলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে টাউন কমিটি বাংলা স্কুল প্রথমে ব্যাট করে ১২৪ রান তোলে। জবাবে চরনোয়াবাদ মুসলিম স্কুল সবকটি উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। টাউন কমিটি বাংলা স্কুলের অয়ন সাহা ৪২ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হন। খেলা পরিচালনা করেন তৌহিদ চৌধুরী ও মাইন উদ্দিন।
টুর্নামেন্টে ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয় গুলো হলো টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল, চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ এবং প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট লিগ ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া অফিসার শাফায়াতুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফয়েজ আহমেদ নাসিম, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী নির্বাহী সদস্য সুমন খান, রাজিব হোসেন তরুণ, আরিফ হোসেন লিটন, ভোলা জেলা ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল