৬ এপ্রিল, ২০২৩ ২২:৫৪

নারায়ণগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে সৌরভ নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। শিশু সৌরভ (৮) ওই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।

শিশুটির পরিবারের অভিযোগ, শিশুর বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। বন্দর থানার পরিদর্শক (ওসি) আবু বক্কার সিদ্দিক জানান, শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না, এটা হত্যা নাকি অপমৃত্যু। এ বিষয়ে তদন্ত চলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর