বাসের ধাক্কায় আলম (৪০) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার সঙ্গে থাকা সজীব (১৬)।
আলম শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা।
গনপদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রাহমান আবুল জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার চালক আলম ও সঙ্গী সজীব মাথায় গুরুতর আঘাত পান। এ অবস্থায় প্রথমে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলম মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন