নওগাঁয় আনোয়ার হোসেন বাবু (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মাদক মামলার আসামি ছিলেন। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন একটি মাদক মামলায় গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ (সম্ভবত) থেকে কারাগারে ছিলেন। আগে থেকেই তার হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন। আজ শুক্রবার ভোরে হঠাৎ করেই তার বুকে ব্যথ্যা শুরু হলে সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ