কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ মুজিবুর রহমান (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, ভৈরব পৌরসভার শহিদুল্লাহ কায়সার পাদুকা সুপার মার্কেটে বেশ কিছুদিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি শুক্রবার ভোরে মার্কেটের নাজিম সুজ নামক দোকানে অভিযান চালায়। অভিযানে ৩২৮৫ পিস ইয়াবা, নগদ সাড়ে ১৭ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মুজিবুর রহমানকে। তিনি ভৈরব পৌরসভার ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার মৃত মেহের আলীর ছেলে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার মুজিবুর রহমানকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল