রাজশাহীর বেলপুকুর থানার ভোড়ুয়া পাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়ুয়াপাড়া এলাকায় সেতুর নিচে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বেলপুকুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে লাশটির পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ