সবার জন্য স্বাস্থ্য-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা: মিঠন চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহীদ তালুকদার।
সভায় বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবার নানা পদক্ষেপের কথা উল্লেখ করে রোগীদের সেবাদানে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের আরো আন্তরিক হবার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ