প্রবাসীর স্ত্রী কুপ্রস্তাবে রাজি না হওযায় এসিড নিক্ষেপকারী মোঃ সিদ্দিককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের বকচর এলাকাবাসী। আজ শুক্রবার সকালে শিবালয় উপজেলার মহাদেপুর ইউনিয়নের বকচর এলাকায় এ মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যা মো: শাহজাহান, মেয়ের বাবা মো: শহিদুল ইসলাম (কেছু), মা রাশিয়া বেগম, লাভলী বেগম, জুলেখা বেগমসহ অন্যান্যরা। দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত সিদ্দিককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ