কক্সবাজার টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৫ বছর পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মমতাজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকা থেকে দীর্ঘ ৫ বছর পলাতক থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিনাপাড়ার ফজল আহমদের ছেলে মমতাজকে (৩৫) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ