বগুড়ায় পৃথক দুই অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে। গ্রেফতাকৃদের মধ্যে তিনজন একাধিক মামলার আসামি।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মোতালেব ব্যাপারীর ছেলে রাসেল ইসলাম ব্যাপারী (৩৩), নামাজগড়ের নূর আলীমের ছেলে সাইদ ওরফে গিট্টু (৩২) ও পালশা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে শিবলু আকন্দ (২৯)।
বগুড়া ডিবি পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে ৮টি, সাইদের বিরুদ্ধে ৪ টি ও শিবলুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
এছাড়াও শুক্রবার রাত দেড়টার দিকে শহরের নারুলী পূর্বপাড়া এলাকায় ২০ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৩০) নামের যুবককে গ্রেফতার করা হয়। সে সারিয়াকান্দি উপজেলার কাজলা গ্রামের মৃত মোজাফর প্রামানিকের ছেলে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম