কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে গহুর বাদশা (২০) নামে এক যুবক নিখোঁজ হয়। এ ঘটনার ৫ ঘন্টা পর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও রংপুরের ডুবুরি দল যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ওই ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার কালাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাছ ধরতে যায় গহুর বাদশা ও তার এক সহযোগী। ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে জালের সাথে ওই যুবক নদীতে ডুবে যায়। এরপর স্থানীয়রা দ্রুত চিলমারী ফায়ার স্টেশনকে বিষয়টি জানালে তারা চেষ্টা করে ব্যর্থ হন।পরে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ৫ঘন্টার চেষ্টায় বিকেলে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চিলমারী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ঘটনার অনেক পরে আমাদের জানানো হলে মরদেহ উদ্ধারে বিলম্ব হয়। পরে রংপুর থেকে ডুবুরীদল ও দমকলবাহিনীর কয়েকজনসহ ৮ জনের একটি দল অনেক চেষ্টা করে মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম