ময়মনসিংহ মহানগরীর চারটি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। এসময় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর কাঁচিঝুলি, শিকারীকান্দা ও শম্ভুগঞ্জ চামড়াপট্টিতে পৃথক অবস্থান কর্মসূচীতে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম