শিক্ষা উপকরণের দাম কমানোসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা। শনিবার বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিক, হৃদয়, প্রচার সম্পাদক ইমন, ইউনিয়নের নেতা রাজু খান, বাহাউদ্দিন শুভ, তাহমিদ রেদুয়ান, গোকুল সুত্রধর মানিকসগ অনেকেই।
বক্তারা শিক্ষা সমাগ্রীসহ নিত্যপণ্যের দাম কমানো ও বাজারের অসাধু সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম