৯ এপ্রিল, ২০২৩ ১৬:৩৫

বগুড়ায় দুই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় দুই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অভিযোগে দুই কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ শেখাহারের নাঈম-রিমন লাচ্ছা কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, একই তেল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো. রিমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও একই অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী উপজেলার কাজিপাড়ার ভাই ভাই লাচ্ছা সেমাইকে অর্থদন্ড দেয়। প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোজ্জাফর হোসনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ নিয়ে দুই কারখানাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
ইফতেখারুল আলম রিজভী জানান পুরো রমজান মাসেই জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর