রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানির জন্য বিষপান করে অসুস্থ সাঁওতাল কৃষক মুকুল সরেনকে দেখতে হাসপাতালে গেলেন জেলা প্রশাসক। বিষপান করায় অসুস্থ অবস্থায় সরেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সোমবার রাতে মুকুল সরেনকে দেখতে (রামেক) হাসপাতালে যান জেলা প্রশাসক শামীম আহমেদ। কৃষক মুকুল সরেনের (৩৫) বাড়ি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে। বাবার নাম গোপাল সরেন।
মুকুল সরেনের সব চিকিৎসার খরচ বহন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও তার পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, সহকারী কমিশনার শামসুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক