ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুস্থ ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া ঈদগাহ মাঠে ৩০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক এসকে রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজালিন শহীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলে উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, জনবাণীর স্টাফ রিপোর্টার এম এ আজিজ, অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হাশিম, ইটনা উপজেলার ধারা এসএসডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশিম বুলবুল, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল আলন সবুজ, আবুল হাসেন প্রমুখ।বিডি প্রতিদিন/এমআই