বাগেরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে কৃষিঋণ মেলা। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কৃষিঋণ বিতরণ মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
মেলার উদ্বোধনী দিনে বাগেরহাট জেলার ১৭১ জন কৃষকের মাঝে ৬ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টাকার কৃষিঋণের চেক বিতরণ করা হয়।
কৃষিঋণ বিতরণ মেলা অনুষ্ঠানে বাগেরহাট অগ্রণী ব্যাংকের ডিজিএম মানস কুমার পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক দুই দিনব্যাপী এ কৃষিঋণ মেলায় ২২টি ব্যাংকের শাখার স্টলগুলো পরিদর্শন করেন। স্টল মূল্যায়ন, কৃষিঋণ বিতরণ, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দুই দিনব্যাপী মেলা।
বিডি প্রতিদিন/এমআই