কুড়িগ্রামে ভেজাল রোধ এবং পরিমাপে সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএসটিআইএর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে শহরের পুরাতন স্টেশন পাড়ায় অবস্থিত মেসার্স জান্নাত ফুড এন্ড বেকারিকে দশ হাজার টাকা ও মান সনদ গ্রহণ না করে উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে পুরাতন পশু হাসপাতাল পাড়া রোডে অবস্থিত লিমন আইসস্ক্রীম ফ্যাক্টরিকে দশ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, প্রসিকিউটর দেলোয়ার হোসেন, বিএসটিআই রংপুর বিভাগীয় ফিল্ড অফিসার প্রান্তজিত সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম