গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফসলের মাঠে সবুজ হলুদের সমারোহ। রোদ আর হিমেল বাতাসে উপজেলার ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন ধানের শীষ। ফসলের মাঠে সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারন আর মাত্র ক'দিনের মধ্যেই কৃষকেরা মাঠে ধান কেটে ঘরে তুলতে পারবে। তাই কৃষকরা বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছে। ধান কাটার আগ মুহূর্তে ধানের শীষ পরিচর্যা করছে কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ হাজার ১০০ শ '৬৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ সম্ভাব্য ধরা হয়েছে । উপজেলা কৃষি অফিস ৪ হাজার ২ শ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার,কীটনাশক সহায়তা ও সুবিধা, পরামর্শ সবসময় দিয়েছে। উপজেলার ৯ টি ইউনিয়নে বোরো ফসলে মাঠে ধানের শীষ দোল খাচ্ছে। এবছর নতুন জাতের ধান ব্রি-৮৯, ব্রি৯২, উফসি২৯, জাতের ধান রোপন করা হয়েছে। এছাড়া ব্রি-২৮,২৯ জাতের ধান কৃষকের মাঠে দোল খাচ্ছে। কৃষকরা বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছে। ধান কাটার আগমুহূর্তে ধানের শীষ পরিচর্যা করছে কৃষক। আবহাওয়া অনুক‚লে থাকলে চলতি এবছর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
খালপাড় গ্রামের লিটন বলেন,আমাদের চকের সব ধান ফুলে ঝারা দিয়েছে । আর কয়দিন পরেই চকের অধিকাংশ ধান পাকতে শুরু করবে। এই ধানের শীষ দেখে মনে হয় এবার ফসলের বাম্পার ফলন হবে।
বামন্দহ জাদব চন্দ্র সরকার বলেন,আমাদের মাঠে প্রচুর পরিমাণ ধান চাষ হয়। অন্যান্য বছরের তুলনায় এবছর বড় বড় ধানের শীষ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের সমস্যা না হলে এবছর আশা করছি বাম্পার ফলন হবে।
কৃষক করিম হোসেন জানান, আমি ৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। অন্যান্য বছরের তুলনায় প্রত্যেকটি খেতে আমার প্রচুর ধানের শীষ দেখা যাচ্ছে। এবছর বাম্পার ফলনের আশা করছে।
বিডি প্রতিদিন/এএম