পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সভাপতি একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। ওই অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মঙ্গলবার শেষ বিকালে ধানখালী ইউনিয়নের নমরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহাজাদা পারভেজ টিনু মৃধা, সাধারণ সম্পদক মো. জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মৃধা, আওয়ামী লীগ নেতা জলিল মৃধা, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. মেজবাহ উদ্দিন মৃধা, ধানখালী টেকনিক্যাল ছাত্রলীগ সভাপতি মো. আমানুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার তার অডিও কল রেকর্ডে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন এবং তার সার্টিফিকেট ছাড়া কেউ আওয়ামী লীগ করতে পারবে না বলে এমন ঔদ্ধত্য প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এএ