কক্সবাজারে ছয় হাজার ইয়াবা পাচারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা.) নিশাত সুলতানা সোমবার এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন-রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামের মো. আয়াছ সিকদারের ছেলে মো. জহির (২৬) ও কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার নয়াপাড়ার আবদুস সালামের ছেলে মো. হাসান (৪০)। রায় ঘোষণার সময় দণ্ডিত মো. হাসান আদালতে উপস্থিত ছিলেন। তবে অপরজন পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ জুলাই বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে র্যাব-১৫-এর একটি টিম অভিযান চালায়। এসময় মোটরসাইকেল আরোহী মো. জহির (২৬) ও মো. হাসানকে আটক করে। পরে তদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. ফিরোজ আহমদ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জহির ও মো. হাসানকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মামলাটি বিচারের জন্য আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই