১২ এপ্রিল, ২০২৩ ২০:২৮

কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নম্বর-১ এ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিয়া সুলতানা শারমিন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯(১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে। ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর