মাদারীপুরে একটি আবাসিক হোটেল কক্ষে মাহামুদ সিদ্দিক (৪৩) নামের এক শুপারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পুরান বাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত সিদ্দিক বরিশাল উজিরপুর উপজেলার হস্তিসন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে শুপারি বিভিন্ন আড়তে বিক্রি করা শেষ করে বুধবার দুপুরে দিকে রেস্ট নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেল। এরপরে রাতে খাবার খেয়ে শুয়ে থাকে। সকালে তাকে ডাকাডাকি করলেও তার কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/এএ