১৪ এপ্রিল, ২০২৩ ১১:০৪

মোরেলগঞ্জে বর্ষবরণ উপলক্ষে কৃষিঋণ মেলা

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জে বর্ষবরণ উপলক্ষে কৃষিঋণ মেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচি ও উৎসবের সাথে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩০। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এসময় তার সাথে ছিলেন। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের নির্দেশনায় বিশেষ কৃষিঋণ মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সুুরের ডিঙ্গা সংগীত একাডেমী, পানগুছি থিয়েটার সেন্টার এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর