১৪ এপ্রিল, ২০২৩ ১৬:২৯

ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় মানুষের সাথে ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা দেশ চেতনা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিল। শুক্রবার শহরের শেরে বাংলা সড়কস্থ দেশ চেতনা কার্যালয়ে এসব উপহার সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন দেশ চেতনার প্রতিষ্ঠাতা রাশেদুল হক রাশেদ,নেহাল উদ্দিন আহমেদ সোহেল, একরামুল হক লিকু, আরিফা ইয়াসমিন লিম্পা, জাহান লেমন, শুরভী ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সে সময় সমাজে সুবিধা বঞ্চিত বিভিন্ন বয়সী ৬৫ জন শিশুর মাঝে ঈদের পোশাক ও ১১০ জন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পিয়াজ উপহার হিসাবে তুলে দেন তারা। ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন অসহায় পরিবার ও শিশুরা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর