ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ১৪৩০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা বাতেন সরকার, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল