গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গাপুর বাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্প পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের হাতিম আলীর ছেলে আবুল কাসেম (৩৪)।
শুক্রবার দুপুর সাড়ে বারটায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গারপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহত পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গাপুর এলাকার আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১০ সালে জাথালিয়া বাজারে আমজাদের কাছে থেকে বায়না সূত্রে ক্রয় করেন একই গ্রামের কাসেম আলী। কাসেম ওই জমিতে ভবন নির্মাণ করে সেখানে দোকান দিয়ে ব্যবসা করে আসছে। এ নিয়ে এলাকায় কয়েকবার বৈঠক হয়েছে। তাতেও আমজাদ জমি লিখে দিতে রাজি হয়নি। একপর্যায় আমজাদ ওই ব্যবসায়ীর কাছে বেশি টাকা দাবি করে। এতে কাসেম টাকা দিতে অস্বীকার করলে আমজাদ জমি দলিল করে দিবে না বলে জানিয়ে দেয়। পরে কাসেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে আমজাদ ও তার ছেলে আসিফ আরো ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে আমজাদ ও তার ছেলে আসিফ ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে অশ্লীল গালিগালাজ করতে থাকে এবং দোকান বন্ধ করতে বলে। এতে দোকান বন্ধ না করায় দোকানের ভিতরে ঢুকে আসিফের কাছে থাকা একটি ধারালো ছুড়ি দিয়ে কাসেমকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ক্যাশে থাকা ৫২ হাজার ৫শ টাকা লুট করে। কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে কাসেমের স্ত্রী মোর্শেদা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ফুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল জানান, বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি আমি জেনে আপনাকে জানাচ্ছি।
এবিষয়ে বিবাদী আসিফ জানান, আমি তাকে মারধর করিনি, ক্যাশ থেকে কোন টাকাও নেয়নি। আপনি এলাকায় এসে যাচাই করতে পারেন।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের (উপপরির্দশক) ইনর্চাজ সোহেল মোল্লা জানান, বিষয়টি জমি সংক্রান্ত ঘটনা, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল