ডিবি পুলিশ পরিচয়ে ফরিদপুরের ভাঙ্গায় এক পিয়াজ ব্যবসায়ীর ৯ লাখ ৮৫ হাজার পাঁচশত টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ী রাসেল মিয়া শুক্রবার রাতে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ব্যবসায়ী রাসেল মিয়া নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মুন্নু মিয়ার ছেলে।
ব্যবসায়ী রাসেল মিয়া জানান, গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা পৌরসদরের দুটি ব্যাংক থেকে মোট ৯ লাখ ৭৯ হাজার টাকা উত্তোলন করেন। তার নিকট আগে থেকে আরও ১৬ হাজার পাঁচ শত টাকা ছিল। এ টাকা নিয়ে বিকাল ৩টার ভাঙ্গা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে আসলে পেছন একটি প্রাইভেটকার অটো রিকশাকে রাস্তার পাশে চাপিয়ে দেয়। এরপর প্রাইভেটকারের চার যুবক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীকে প্রাইভেটকারে উঠায়। এরপর তাকে মারধোর করে ৯ লাখ ৮৫ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ব্যবসায়ীকে ফেলে রেখে যায়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক তাহসিনুর রহমান বলেন, শুক্রবার রাতে ব্যবসায়ী রাসেল মিয়া ভাঙ্গা থানায় অভিযোগ করেছেন। আমরা তদন্ত কাজ শুরু করেছি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ