শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত এলাকা থেকে ছয়টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক মাসুম বিল্লাহ বুলবুল (৩০) ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ীর সমশচূড়া গ্রামের সীমান্ত সড়ক থেকে তাকে আটক করা হয়। সমশচূড়া বাংলাদেশ ও ভারত মেঘালয় রাজ্যের একেবারে সীমান্ত সংলগ্ন এলাকা।
পুলিশ সুপার মো:কামরুজ্জামান আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে থেকে একটি অটোরিকশা থেকে ৬টি এয়ারগানসহ বুলবুলকে আটক করে। এ সময় মোটরসাইকেলে থাকা বুলবুলের সঙ্গী আরেকজন এবং অটোরিকশাচালক পালিয়ে যায়।
পুলিশ সুপারের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। আরও জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। বুলবুল এবং তার সহযোগীদের নামে নালিতাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল